৫ হ্যাকারের ৩ জনই কিশোর

২৪ নভেম্বর, ২০২১ ১৫:৩৫  
দীর্ঘদিন ধরেই ইমো আইডি হ্যাক করে অর্থ হাতিয়ে নেয়ায় জড়িত তিন কিশোরকে গ্রেফতার করেছে  র‍্যাব-৫। নাটোরের লালপুর উপজেলার বালিতিতা ও মহারাজপুর বিলমারিয়া এলাকায় অভিযান চালিয়ে পাঁচ জন হ্যাকারকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে—লালপুরের বালিতিতা ইসলামপুর এলাকার রেজাউল করিমের ছেলে আলমগীর হোসেন (২০), কুষ্টিয়া ভেড়ামারার সাতবাড়িয়া মন্ডলপাড়ার জাবের আলী মন্ডলের ছেলে হারুন অর রশিদ (২৬)। অন্য তিন জন কিশোর। নাটোর র‍্যাব অফিসের কোম্পানি কমান্ডার অতিরিক্তি পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন জানান, গত রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বালিতিতা ও মহারাজপুর বিলমারিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় ১০টি মোবাইল ফোন ও ১৭টি সিমকার্ড উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে ইলেকট্রনিক ডিভাইস করে প্রবাসীসহ দেশের বিভিন্ন প্রান্তের ব্যবহারকারীদের ইমো হ্যাক করতো। পরবর্তীতে ভুক্তভোগীদের পরিচিতদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিতো। এ ঘটনায় লালপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা করা হয়েছে বলে জানান ফরহাদ হোসেন।